হরি ঘোষ, জামুড়িয়া: দলিতদের উপর অত্যাচারের প্রতিবাদে কেন্দা ফাঁড়িতে স্মারকলিপি জমা দিলেন বাউরী সমাজ। বাউরী সমাজের রাজ্য স্তর ও জেলায় স্তরেরর একাধিক প্রতিনিধির উপস্থিতিতে কেন্দা গ্রামে প্রতিবাদ মিছিল হয়।
বুধবার রাতে জামুড়িয়া থানা এলাকার কেন্দা ফাড়ি অন্তর্গত কেন্দা গ্রামের তিন নম্বর বাউরী পাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বাউরী পাড়ার তিনজন গুরুতর আহত হয়। এলাকায় প্রায় তিনটিরও বেশি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছিল। টিএমসি কর্মীরা এই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ করে ভুক্তভোগী পক্ষের লোকজন এই ঘটনা নিয়ে তান্ডব সৃষ্টি করেছিল। শুক্রবার, বাউরি সমাজের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি সমীর দাস ভুক্তভোগীদের পরিবারের সাথে দেখা করতে পৌঁছে ছিলেন। জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করে এসেছিলেন। স্থানীয় বাসিন্দারা তাদেরকে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় এবং বাউরী সমাজের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি জানান। সমীর দাস হুঁশিয়ারি দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলে বাউড়ী সম্প্রদায়ের লোকজন ঐক্যবদ্ধ হয়ে রাজ্যব্যাপী আন্দোলন করবে। একই ধারাবাহিকতায় রবিবার বাউরি সমাজের রাজ্য সভাপতি রাজবংশী বাউরির নেতৃত্বে একত্রিত বাউরি সমাজের কয়েকশো মানুষ একটি বিক্ষোভ মিছিল বের করে এবং পুলিশকে সমস্ত আসামিকে গ্রেপ্তারের দাবি জানান। এই র্যালিটি কেন্দার বাউড়ি পাড়া অঞ্চল থেকে শুরু হয়ে কেন্দা মোড় পেরিয়ে কেন্দা ফাঁড়ি পর্যন্ত গিয়েছিল। সমাবেশের পরে বাউড়ি সমাজের লোকেরা কেন্দা ফাড়ির ইনচার্জ সুদীপ্ত ভট্টাচার্যের হাতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে একটি স্মারকলিপি জমা দেয়।
পুলিশ সূত্রের খবর এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=5650 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=5654
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm