মহা সমারোহে পালিত হচ্ছে সারদা মায়ের ১৬৯তম জন্মতিথি

author-image
Harmeet
New Update
মহা সমারোহে পালিত হচ্ছে সারদা মায়ের ১৬৯তম জন্মতিথি

নিজস্ব সংবাদদাতা : বাগবাজার থেকে রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ থেকে শুরু করে নানা জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে সারদা মায়ের ১৬৯তম জন্মতিথির উৎসব। বাগবাজারে মায়ের বাড়িতে সকাল থেকেই ভক্তসমাগম ঘটতে শুরু করেছে। সঙ্ঘজননী তিথি উপলক্ষ্যে আয়োজিত হয়েছে বিশেষ পুজো ও প্রার্থনার। বেলুড়মঠেও সাড়ম্বরে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি। তবে অবশ্যই মহামারীর কথা মাথায় রেখে। বেলুড়মঠে মঙ্গলারতি দিয়ে শ্রীমার জন্মতিথি উদযাপনের শুভারম্ভ ঘটলেও ভক্তদের জন্য জারি রয়েছে নিষেধাজ্ঞা। সকাল ৮টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত ভক্তরা বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন কিন্তু মন্দিরে থাকতে পারবেন না। পুজো দিয়ে, প্রসাদ নিয়ে বেরিয়ে যেতে হবে তাদের।অন্যদিকে, শ্রীমায়ের জন্মতিথি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বাগবাজারে মায়ের বাড়িতে চালু হয়েছে হেল্প ডেস্ক। মায়ের বাড়িতে কবে কী অনুষ্ঠান রয়েছে, তার পাশাপাশি যাবতীয় বিষয়ে জানা যাবে এখানে। আগামী দিনে অনলাইনেও এই পরিষেবা চালুর ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে।