নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্র। জানা গিয়েছে, রবিবার সকালে মহারাষ্ট্রের নাসিকে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। কম্পনের পরে অনেক মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। যদিও এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। সিসমোলজি বিভাগ সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল নাসিক থেকে ৮৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।