নিজস্ব সংবাদদাতাঃ কৃষি আইন প্রত্যাহার মানেই সংস্কার শেষ নয়! প্রয়োজনে ফের আনা হতে পারে এই ধরনের আইন! সরকারের তরফে এই ইঙ্গিত অনেক আগেই মিলেছিল। এবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর প্রকাশ্যেই বলে দিলেন, কৃষি আইন নিয়ে সরকার এখন পিছিয়ে এসেছে। কিন্তু আগামী দিনে আমরা ফের এগোবো। মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন,”আমরা কৃষি আইনে সংশোধনী আনলাম। স্বাধীনতার ৭০ বছর পর এটা বিরাট বড় একটা সংস্কারমূলক পদক্ষেপ। কিছু মানুষ এই আইন পছন্দ করেনি। কিন্তু সরকার তাতে হতাশ নয়। আমরা হয়তো এক পদক্ষেপ পিছিয়ে এসেছি। সময় হলে আমরা আবার সামনে পদক্ষেপ করব। কারণ কৃষকরাই আমাদের মেরুদণ্ড।” অর্থাৎ কৃষিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, সুযোগ বুঝে আগামী দিনে এই আইন ফের আনতে পারে মোদি সরকার।