রক্ষকই ভক্ষক!

author-image
Harmeet
New Update
রক্ষকই ভক্ষক!

নিজস্ব সংবাদদাতাঃ রক্ষকই ভক্ষক! পুদুচেরির ঘটনায় এই প্রবাদবাক্যই সত্যি বলে প্রমাণিত হল। জানা গিয়েছে, পন্ডিচেরি আরবান ব্যাঙ্কের ক্যাশিয়ার ও অ্যাসিস্টান্ট ক্যাশিয়ারকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ওই দুই ব্যক্তি গ্রাহকের দ্বারা ঋণের জন্য ব্যাঙ্কে বন্দক রাখা সোনার গয়না চুরি করেছেন, এমনটাই জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে এক গ্রাহক পন্ডিচেরি লস্পেট শাখায়, বন্ধক রাখা সোনার গয়না উদ্ধার করতে গিয়েছিলেন। গ্রাহকের অভিযোগ ঋণের জন্য তিনি যে সোনার গয়না গুলি বন্ধক রেখেছিলেন, সেই গুলি অন্য ধাতুতে তৈরি অলঙ্কার দিয়ে বদলে ফেলা হয়েছে। তারপরই তিনি ব্যাঙ্কের উর্ধ্বতন আধিকারিকদের কাছে এই বিষয়ে অভিযোগ জানান। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে ব্যাঙ্ক। ব্যাঙ্কের কাছে গ্রাহকদের বন্ধক রাখা সমস্ত অলঙ্কারগুলির পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষা করতে গিয়ে চোখ কপালে ওঠে ব্যাঙ্ক আধিকারিকদের। তারা দেখেন ব্যাঙ্কের কাছে জমা রাখা অনেক গয়নাই বদলে ফেলা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ক্যাশিয়ার গণেশন ও সহকারী ক্যাশিয়ার বিজয় কুমার প্রায় ৪০০ সোনার অলঙ্কার বদল করে তার পরিবর্তে অন্য অলঙ্কার রেখে দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যাঙ্ক কর্মচারী একজন দালালের কাছ গ্রাহকদের আসল অলঙ্কারগুলি পুনরায় বন্ধক রেখে টাকা তুলেছে।