নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদযাত্রার আগেই অস্বস্তিতে গেরুয়া শিবির। প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন দুই বিজেপি নেতা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গাজিয়াবাদে আসার আগেই দুই বিজেপি নেতা মায়াঙ্ক গোয়েল ও অজয় শর্মা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সকালের ঝগড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি প্ল্যাটফর্ম স্থাপন নিয়ে উভয় পক্ষকে একে অপরের মুখোমুখি হতে দেখা যায়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে।