বড়দিনে যাত্রা শুরু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের

author-image
Harmeet
New Update
বড়দিনে যাত্রা শুরু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের

নিজস্ব সংবাদদাতাঃ খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মিশন। নির্ধারিত সময়ের একদিন পর ক্রিসমাসের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর লঞ্চ হবে এই স্পেস টেলিস্কোপ। ফ্রেঞ্চ গুয়ানার Kourou স্পেসপোর্ট থেকে এই টেলিস্কোপের লঞ্চ সম্পন্ন হবে। এই অঞ্চলে হাই-উইন্ড বা উচ্চ-বায়ু বিশেষ ফ্যাক্টর বা বিষয় হয়ে দাঁড়ায়। জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর শনিবার একটি Ariane ৫ রকেট উৎক্ষেপণ হবে। আর এই রকেটের মাধ্যমে মহাকাশে পৌঁছোবে আগামী প্রজন্মের স্পেস অবজারভেটরি বা মহাকাশ পর্যবেক্ষক। নাসা এবং ইএসএ একত্রিত হয়ে এই স্পেস টেলিস্কোপ নির্মাণ করেছে। হাব্বল স্পেস টেলিস্কোপের থেকেও বড় আকারে নির্মিত হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। শুধু আকার-আয়তনেই নয় হাব্বলের তুলনায় এই নতুন স্পেস টেলিস্কোপ অনেক বেশি শক্তিশালী এবং ইনফ্রারেড দেখতে সক্ষম। সৌরমণ্ডল বা তার বাইরের বিভিন্ন দূরবর্তী গ্রহগুলির আবহাওয়া পর্যবেক্ষণে এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সহায়তা করবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। ভারতীয় সময় সন্ধে ৫টা ৫০মিনিটে শুরু হবে।