নিজস্ব সংবাদদাতাঃ বড়দিনের মরসুমে পুরুলিয়ায় বিপুল সংখ্যক পর্যটক আসছেন ঠিকই। কিন্তু অনেকেই খুব খারাপ অভিজ্ঞতার শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলছেন। চাঁদা জুলুমে অতিষ্ঠ হওয়ার অভিযোগ তুলছেন তাঁরা। বড়দিনে পুরুলিয়ায় ঘুরতে গিয়ে সরস্বতী পুজোর চাঁদা দিতে হচ্ছে বলেও অভিযোগ একাধিক পর্যটকের। টাকা না দিলে গাড়ি আটকে দেওয়া, কটু কথায় বিদ্ধ হতে হচ্ছে কাউকে কাউকে। অযোধ্যা পাহাড় ট্যুরিজম সার্কিটে রয়েছে বহু পর্যটন স্থল। অভিযোগ, সেখানে যাওয়ার পথেই চাঁদার জুলুমের শিকার হচ্ছেন পর্যটকরা। কিছুটা দূরে দূরে রাখা হচ্ছে বাঁশের ব্যারিকেড। সেখানে পর্যটকদের গাড়িগুলোকে আটকানো হচ্ছে। দাবি মেনে চাঁদা না দিলে চরম দুর্ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। এ নিয়ে উদ্বেগে রয়েছেন এলাকার পর্যটন ব্যবসায়ীরাও। অবিলম্বে ব্যাবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।