নিজস্ব সংবাদদাতা : বড় দিন বড় চমক শোভা পাচ্ছে পুরীর সৈকতে। সৌজনে্য ওড়িশারই এক শিল্পী। নাম সুদর্শন পট্টনায়েক। বিশ্বজুড়ে যখন সেলিব্রেশনের প্রস্তুতি চলছে সেই সময় বালিয়াড়িতে তিনি বানালেন সান্তাক্লজের এক ভাস্কর্য। সমুদ্র সৈকতে শুয়ে রয়েছেন ৫০ ফুট দীর্ঘ ও ২৮ ফুট চওড়া সান্তাক্লজ। সান্তার লাল পোশাক ও টুপি সেজে উঠেছে ৫৪০০টি লাল গোলাপ সহ অন্যান্য ফুলের পাঁপড়িতে। মহামারীকালে বড়দিন সেলিব্রেশন নিয়ে বালিয়াড়িতে শোভা পাচ্ছে সচেতনতার বার্তাও।