লুধিয়ানা কান্ডে চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক রিপোর্টে

author-image
Harmeet
New Update
লুধিয়ানা কান্ডে চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক রিপোর্টে

নিজস্ব সংবাদদাতাঃ আগেই সন্দেহ ছিল যে আদালত চত্বরে বিস্ফোরণ ঘটাতে আরডিএক্স বা আইইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন প্রমাণ খতিয়ে জানা গেল, আইইডি নয়, আরডিএক্স ব্যবহার করা হয়েছিল বিস্ফোরণ ঘটানোর জন্য। ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে, লুধিয়ানার আদালত চত্বরে বিস্ফোরণ ঘটাতে ব্যবহার করা হয়েছিল দুই কেজি আরডিএক্স। পঞ্জাব পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিস্ফোরণের অভিঘাত যাতে বেশি হয়, সেই কারণে ২ কেজি আরডিএক্স ব্যবহার করা হয়েছিল। পরিকল্পনা করেই গোটা বিস্ফোরণ ঘটানো হয়েছিল, পরিকল্পনা ছিল প্রমাণ লোপাটেরও। শৌচাগারে বিস্ফোরণটি হওয়ায় জলের পাইপ ফেটে সমস্ত বিস্ফেরক ধুয়ে বেরিয়ে যায়। মনে করা হচ্ছে, খলিস্তানি সংগঠন জড়িত রয়েছে এই হামলার পিছনে। তবে বিস্ফোরক কোথা থেকে এসেছিল, তা এখনও জানা যায়নি।