ওমিক্রন সংক্রমিত কলকাতা মেডিক্যালের ডাক্তার

author-image
Harmeet
New Update
ওমিক্রন সংক্রমিত কলকাতা মেডিক্যালের ডাক্তার

নিজস্ব সংবাদদাতাঃ এবার রাজ্যে ওমিক্রনে আক্রান্ত এক জুনিয়র ডাক্তার। কলকাতা মেডিক্যাল কলেজের ইন্টার্ন হিসেবে কাজ করা সেই চিকিৎসক সাম্প্রতিক কালে বিদেশে যাননি। তিনি নদিয়ার বাসিন্দা। তা সত্ত্বেও তাঁর শরীরে এই ভাইরাস কীভাবে বাসা বাঁধল, তা নিয়ে ধন্দে অনেকেই। আর এতেই আতঙ্ক বেড়েছে রাজ্যে। প্রশ্ন উঠছে, তবে কি গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে রাজ্যে? গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থেকেই কলকাতায় সব কোভিড পজিটিভ রোগীরই জিনোম সিকোয়েন্সিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সেই জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমেই ওমিক্রন ধরা পড়েছে ওই জুনিয়র চিকিৎসকের। আক্রান্তকে এরপর বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়। এর জেরে রাজ্যে ওমিক্রন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৬৷