দিগবিজয় মাহালি, ঘাটালঃ শীতে কাঁপছে গোটা রাজ্য তারই মাঝে কেউ শুয়ে রয়েছে রাস্তার ধারে কেউবা রাস্তার পাশে ঝুপড়িতে শীতে ঠকঠক করছে। আর সেই মানুষগুলোর হাতেই তুলে দিলেন শীতের চাদর থেকে কম্বল সাথে উপহার বড়দিনের কেক। আর এই বড়দিনের কেক পেয়ে খুশি ঘাটালের অসহায় মানুষেরা। শুক্রবার রাত্রিতে হঠাৎ ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী ও ঘাটালের সাংসদ দীপক অধিকারীর প্রতিনিধি রামপদ মান্না গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন ঘাটালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।রাস্তার ধারে শীতের রাতে আশ্রয় নেওয়া অসহায় মানুষগুলোর হাতে তুলে দেন শীতবস্ত্র এবং সাথে বড়দিনের কেক। মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান অন্যান্য বছর শীতের সময় আমরা এই কর্মসূচি নিয়ে থাকি। কিন্তু এবছর বড়দিনের আগে শীতবস্ত্র ছাড়াও কেক উপহার তুলে দিয়ে বড়দিনে সবার মুখে একটু আনন্দ দিতে চেয়েছি। বছর শেষের এই দিনগুলোতে উৎসব মুখর হয়ে উঠে আপামোর বাঙালি,কিন্তু রাস্তার ধারে আশ্রয় নেওয়া এইসব অসহায় ভবঘুরেরা একটা দিনের জন্য সেই আনন্দ উপভোগ তো দূরহস্ত সামান্য কেক টুকুও জোটেনা এদের। শীতের রাতে তাদের পাশে এসে দাঁড়িয়ে রীতিমতো সান্টাক্লজের ভূমিকা পালন করলেন খোদ এসডিও, এসডিপিও থেকে দেবের সাংসদ প্রতিনিধি। বড়দিনের আগে প্রশাসনের আধিকারিকদের থেকে শীতবস্ত্র ও কেক পেয়ে খুশি ঘাটালের অসহায় মানুষজন।