বড়দিনে কাজ ফিরে পেলেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক

author-image
Harmeet
New Update
বড়দিনে কাজ ফিরে পেলেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সকালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস প্রত‍্যাহার করে নিচ্ছে হাওড়া ডেল্টা জুট মিল। জানালেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। বড়দিনে মিল খোলার খবরে খুশির হাওয়া শ্রমিক মহলে‌। গত নভেম্বর মাস থেকে বন্ধ ছিল হাওড়া ডেল্টা জুট মিল । শুক্রবার সকালে শ্রমমন্ত্রী বেচারাম মান্নার মধ্যস্থতায় এক বিশেষ বৈঠক হয় মালিক পক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে। বৈঠকের পর মন্ত্রী বেচারাম মান্না এক ভিডিয়ো বার্তায় জানান, ত্রিপাক্ষিক বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা মেনে নিয়ে ২৫ ডিসেম্বর থেকে সাসপেনশন অফ ওয়ার্ক তুলে নিচ্ছে হাওড়ার ডেল্টা জুট মিলের মালিক পক্ষ। এদিন থেকেই রক্ষনাবেক্ষনের কাজ হবে। আগামী ১২ই জানুয়ারি থেকে মিলের প্রোডাকশন শুরু হবে। প্রায় ৩২০০ জন শ্রমিক কাজ করেন এই জুট মিলে।