নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছর কার কেমন কাটবে, তা নিয়ে সকলেই চিন্তাভাবনা করছেন। জ্যোতিষ অনুযায়ী গ্রহ গতির সঙ্গে সঙ্গে রাশির দিনও পাল্টায়। কোন রাশির জাতকদের সময় কেমন কাটবে তা গ্রহের অবস্থান নির্ণয় করে। জ্যোতিষীদের মতে ২০২২ সাল মেষ, মিথুন, কর্কট, কন্যা এবং ধনু এই ৫ রাশির জাতকদের জন্য আনলাকি। ২০২২ সালে সমস্যা-জটিলতায় জড়াবেন এই ৫ রাশির জাতকরা। পাশাপাশি ভাগ্যও দেবে না সঙ্গ।