করোনার নতুন আতঙ্কের নাম ডেলমিক্রন !

author-image
Harmeet
New Update
করোনার নতুন আতঙ্কের নাম ডেলমিক্রন !

নিজস্ব সংবাদদাতাঃ গোটা বিশ্ব জুড়েই এখন ভয় দেখাচ্ছে করোনার ওমিক্রন রূপ। কীভাবে এই ওমিক্রন সামলানো যায়, এর সংক্রমণ আটকানো যায়— তা নিয়ে ইতিমধ্যেই হিমসিম খাচ্ছেন বিজ্ঞানীরা। তারই মধ্যে ইউরোপ এবং আমেরিকায় উদয় হয়েছে করোনার আর এক ভ্যারিয়েন্ট। নাম ডেলমিক্রন। এই দুই মহাদেশে নতুন রূপটির কারণে অতিমারির তাণ্ডব চলতে পারে। এমনই আশঙ্কা বিজ্ঞানীদের। কিন্তু কী এই ডেলমিক্রন? নাম শুনেই বোঝা যায়, এটি ডেল্টা এবং ওমিক্রনের সমষ্টি। বিজ্ঞানীরা বলছেন, এটি আলফা বা বিটা'র মতো আলাদা কোনও রূপ নয়। কোভিডের দুই রূপ ডেল্টা এবং ওমিক্রন— একসঙ্গে ভয়াবহ ভাবে ছড়াচ্ছে। তাই যুগ্মভাবে এই নামকরণ। একদিকে ডেল্টা মারাত্মক উপসর্গ, তার সঙ্গে ওমিক্রনের মৃদু উপসর্গ— দুটোর প্রভাবই রয়েছে আক্রান্তদের মধ্যে। পাশাপাশি ডেল্টার মতো ধীরে ছড়াচ্ছে না এই সংক্রমণ। বরং এর সংক্রমণের হার ওমিক্রনের মতো।