নিজস্ব সংবাদদাতাঃ আগের যে কোনও স্ট্রেনের তুলনায় কয়েকগুণ বেশি সংক্রামক করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হলে, তার ফলাফল হাতে পেতে বেশ খানিকটা সময় লাগে। তাই কেউ ওমিক্রনে সংক্রমিত কি না, তা বুঝতে নতুন এক পরীক্ষা চালু হচ্ছে রাজ্যে। এমনই জানিয়েছেন রাজ্যের এক শীর্ষ স্বাস্থ্য অধিকর্তা। যার মাধ্যমে প্রাথমিক ইঙ্গিত মিলতে পারে, আপনি ওমিক্রন আক্রান্ত কি না। পরীক্ষার নাম – ‘এস জিন টার্গেট ফেইলিওর টেস্ট’। ওমিক্রন শরীরে বাসা বেঁধেছে কি না, তা সহজেই বোঝা যাবে এই স্ক্রিনিং টেস্টের মাধ্যমে। জিনোম সিকোয়েন্সিংয়ের আগে এই পরীক্ষাতেই ইঙ্গিত মিলবে, ওমিক্রন শরীরে ছড়িয়েছে কি না। ‘এস জিন টার্গেট ফেইলিওর টেস্ট’ পরীক্ষা এ রাজ্যে চালু করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। প্রথমে কলকাতায়, তারপর গোটা রাজ্যেই এই পরীক্ষা চালুর মাধ্যমে দ্রুত ওমিক্রন চিহ্নিত করা সম্ভব হবে বলে আশাবাদী স্বাস্থ্যমহল।