হরি ঘোষ, দুর্গাপুর: দুর্গাপুর নগর নিগমের নতুন মেয়রের শপথ গ্রহণ হলো। গত তেরো তারিখ দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র দিলীপ অগস্তি ইস্তফা দেন। শুক্রবার দুর্গাপুর নগর নিগমের নতুন মেয়র হিসেবে শপথ নেন প্রাক্তন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। আর ডেপুটি মেয়র হিসেবে শপথ নেওয়ার পর তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় সামনের নির্বাচনেও বিজেপি, সিপিআইএমকে হারানোর বার্তা দেন। যদিও মেয়র হিসেবে শপথ নেওয়ার পর অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, জল, রাস্তা ও সুষ্ঠ নাগরিক পরিষেবা দেওয়াটাই হচ্ছে তার প্রথম লক্ষ্য। ২০১১সালে প্রথম বামেদের সরিয়ে তৃণমূল দুর্গাপুর নগর নিগমের পুর বোর্ড দখল করে। গত ২০১৭সালে দ্বিতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসে দুর্গাপুর নগর নিগমে। এরই মধ্যে মেয়াদ শেষের আগেই দিলীপ অগস্তি মেয়র হিসেবে পদত্যাগ করেন, বিড়ম্বনা বাড়ে তৃণমূল নেতৃত্বের। আর মাত্র ছ মাসের মতো বাকি দুর্গাপুর নগর নিগম নির্বাচন। তার আগে পরিস্থিতির মোকাবিলা করতে দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়ের সহধর্মিনী প্রাক্তন ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় শুক্রবার মেয়র হিসেবে শপথ নেন। ডেপুটি মেয়র হলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। আর সরকারী মঞ্চে রাজনৈতিক বক্তৃতা দিয়ে কার্যত রাজনৈতিক বিতর্কের জালে বন্দী হলেন তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়।