তৃণমূলে যোগ দিয়ে ভুল করেছেন গোয়ার প্রাক্তন বিধায়ক!

author-image
Harmeet
New Update
তৃণমূলে যোগ দিয়ে ভুল করেছেন গোয়ার প্রাক্তন বিধায়ক!

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলে যোগ দিতে না দিতই উল্টো সুরে বাজছেন গোয়ার প্রাক্তন পোন্ডার বিধায়ক লাভু মামলেদার। শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দল ছাড়লেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে প্রতিশ্রুতি তৃণমূল দিয়েছে গোয়ায় তা অসম্ভব বলে মন্তব্য করেন তিনি। বলেন, "পশ্চিমবঙ্গে মহিলাদের ৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।কিন্তু গোয়ায় তা ৫০০০ টাকা বলা হয়েছে। যা অসম্ভব। কোনো দল পরাজিত বোধ করলে তবে এমন মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আমি এমন কোনো দলের অংশ হব না যারা মানুষকে বোকা বানায়। আমি সেপ্টেম্বরে টিএমসিতে যোগ দিয়েছিলাম কারণ আমি মমতাজীর বিধানসভা নির্বাচনের পারফরম্যান্স ও হাই-কমান্ড সংস্কৃতির প্রতি অনীহা দেখে আকৃষ্ট হয়েছিলাম। কিন্তু ৫ ডিসেম্বর থেকে এমজিপি ও বিজেপির জোটের পর হাই-কমান্ড সংস্কৃতি ও সাম্প্রদায়িকতা তৃণমূলের মধ্যে লক্ষ্য করছি।"