হলদিয়ায় কারখানার গেটের সামনে শ্রমিকদের ধর্না

author-image
Harmeet
New Update
হলদিয়ায় কারখানার গেটের সামনে শ্রমিকদের ধর্না

নিজস্ব প্রতিনিধি, হলদিয়াঃ হলদিয়া ভোজ্য তেল তৈরির কারখানার সামনে বিক্ষোভে ফেটে পড়ল শ্রমিক সংগঠন কর্মীরা। শ্রমিকদের দাবি তারা ন্যায্য বেতন পাচ্ছে না।  COD তে কারখানায় যে পরিমাণ বেতন সংক্রান্ত টাকা রয়েছে সেই পরিমাণ অর্থ তারা হাতে পাচ্ছে না। শ্রমিকরা ১২ দফা দাবি নিয়ে কারখানার সামনে অবস্থানে অনড়। সূত্রের খবর ,তিন দিন কারখানার কোনো প্রোডাকশন হয়নি। শ্রমিকরা প্রোডাকশন বন্ধ রেখে তিনদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছে কারখানার গেটের বাইরে।ঘটনাস্থলে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা এলেও তার কথা শুনতে নারাজ শ্রমিকরা। পূর্ব মেদিনীপুর জেলার আইএনটিইউসি সভাপতি তাপস মাইতির কথা অগ্রাহ্য করার পর , হলদিয়ায় তৃণমূলের পর্যবেক্ষক সঞ্জয় ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসবে বলে জানায়। সঞ্জয় ব্যানার্জি বিকেলে আদানী কারখানার ভেতরে ঢোকেন। শ্রমিকদের দাবি দাবা নিয়ে বিক্ষোভের মুখে পড়েন সঞ্জয় ব্যানার্জি। দীর্ঘক্ষন ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেন। শ্রমিকরা তাদের দাবি নিয়ে কারখানার গেটের সামনে অনড়।