নিজস্ব সংবাদদাতাঃ গত ৫ মাসে ১০৭৬ কৃষক আত্মহত্যা করেছেন মহারাষ্ট্রে। মহারাষ্ট্র বিধানসভায় এমনটাই জানিয়েছেন মন্ত্রী বীজয় ওয়াদেত্তিওয়ার। কংগ্রেস নেতা আরও বলেন, 'এই আত্মহত্যার মধ্যে ৪৯১টি মামলা রাজ্য সরকারের 'মহাত্মা জ্যোতিরাও ফুলে' ঋণ মকুব প্রকল্পের সুবিধা নিত। যদিও মৃত্যুর পর এই কৃষকদের এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের মাথায় উচ্চ ঋণের বোঝা এবং এর পরিশোধ না করার কারণে, প্রাকৃতিক দুর্যোগ এবং মাটির বন্ধ্যাত্বের জেরে তাঁরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।'