নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশে নির্বাচনের আগেই আয়কর হানায় ব্যবসায়ীর বাড়ি থেকে ১০০ কোটিরও বেশি টাকা উদ্ধার হল। বেলা ১১টা পর্যন্ত ১৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে সুগন্ধী ব্যবসায়ী পীযূস জৈনের বাড়ি থেকে। টাকার পরিমাণ আরও বাড়বে বলেই অনুমান। এই ব্যবসায়ী আবার সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের ঘনিষ্ঠ বলে পরিচিত। সম্প্রতি পার্টির প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। দলের নামে সুগন্ধী তৈরির কাজ পীযূসের ওপরই দেন অখিলেশ। এরপর ওই ব্যবসায়ীর কানপুরের দফতরে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা। এদিকে পাযূসের বিরুদ্ধে কোটি কোটি টাকার করফাঁকি দেওয়ার প্রমাণ মিলেছে। ভুয়ো সংস্থার মাধ্যমে বিপুল টাকা নয় ছয় করার অভিযোগ রয়েছে। জিএসটি আধিকারিকদের দাবি, ভুয়ো সংস্থার নামে রসিদ তৈরি করে যে লেনদেন হয়েছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা সেখান থেকেই এসেছে। ৫০ হাজার টাকা করে এমন ২০০-র বেশি ভুয়ো রসিদ উদ্ধার হয়েছে। পীযূসের বাড়িতে হানা দেওয়ার সময় চারটি ট্রাক ছিল তাঁর গুদামে। তার মধ্য থেকেই রসিদগুলি হাতে পেয়েছেন তদন্তকারীরা।