চলন্ত লঞ্চে আগুন!

author-image
Harmeet
New Update
চলন্ত লঞ্চে আগুন!

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের ঝালকাঠিতে চলন্ত এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। ৯ জন জলে ডুবে এবং ৩০ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। হতাহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার দুপর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে তথ্য নিশ্চিত করেন। লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
জানা গেছে, লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। এতে প্রায় ১ হাজারের উপর যাত্রী ছিলেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে পার্শ্ববর্তী দিয়াকুল এলাকায় ভেড়ানো হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ডসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধারকাজ করছেন। দগ্ধদের মধ্যে ৭২ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বরিশাল, ঝালকাঠিসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।