নিজস্ব সংবাদদাতাঃ দুয়ারে সরকারের কথা মাথায় রেখে দুয়ারে এক্সরে। বারাসত হাসপাতালে এল নতুন পোর্টেবল এক্সরে মেশিন। এই মেশিন বারাসাত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরবে। এতদিন ধরে হাসপাতালের যে কোনো ওয়ার্ড এর পেসেন্টকে এক্সরে করতে নিচে এক্সরে সেন্টারে নিয়ে যাওয়া হতো। হাসপাতালের মধ্যে হলেও মুমূর্ষ রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে অনেক সমস্যা হত। সে কারণেই বারাসাত হাসপাতালের সুপার নতুন ভাবনা চিন্তা করেছেন। ওয়ার্ডের মধ্যে এক্সরে থাকায় রোগীকে আর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে না। রোগীরা অনেক সুবিধা পাবেন একথা মানছেন বারাসাতের স্থানীয় বাসিন্দারা। আপাতত বারাসত হাসপাতালে এই ব্যবস্থা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী দিনে অনান্য সরকারি হাসপাতালগুলোতেও দ্রুত ‘দুয়ারে এক্সরে’ বিষয়টি চালু হয়ে যাবে।