বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার!

author-image
Harmeet
New Update
বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার!

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে পাচার হওয়া কয়েক লক্ষাধিক টাকার বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার নৈহাটিতে। শিয়ালদা গামী ডাউন গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস নৈহাটি স্টেশনে পৌঁছায় ঠিক তখন জিআরপি এবং আরপিএফ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই ট্রেনে তল্লাশি চালায়। ট্রেনের মধ্যে বিপুল পরিমাণ ব্যাগ দেখে সন্দেহ হয় জিআরপি এবং আরপিএফ কর্তাদের। এরপর ওই ব্যাগ খুলতেই বেরিয়ে আসে কচ্ছপ। এরপর আরও পাঁচটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। তারপর ওই ব্যাগের মালিককে খুঁজে পায় নৈহাটি জিআরপি ও আরপিএফ-এর আধিকারিকরা, জিআরপি তরফ থেকে বিক্রম ও তার পরিবারের ৬ জনকে নৈহাটি স্টেশনের জিআরপি অফিসে নিয়ে আসা হয়। জিআরপির সূত্রে জানানো হয়েছে, যে কচ্ছপ গুলো উদ্ধার হয়েছে তার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা।