'পুরভোটে জোরজুলুমের প্রয়োজন ছিল না', বিস্ফোরক তৃণমূল সাংসদ

author-image
Harmeet
New Update
'পুরভোটে জোরজুলুমের প্রয়োজন ছিল না', বিস্ফোরক তৃণমূল সাংসদ


নিজস্ব সংবাদদাতাঃ
কলকাতার পুরভোট নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তিনি বলেন, 'ব্যাপক জনসমর্থন পেয়েছে দল। ১৩৪টি ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল। এই ভোটে জোরজুলুমের প্রয়োজন ছিল না। যাঁরা কোথাও হিংসাত্মক কিছু করেছেন তার তদন্ত হবে। এটা জেতা নির্বাচন। খুব বেশি ঘটনা ঘটেনি, না ঘটলেই ভালো হত।' এদিকে সৌগত রায়কে এক হাত নিয়েছে বিজেপি শিবির। দলের বক্তব্য, 'গত ১৯ তারিখ সিটি অফ ছাপ্পা হয়েছে। ভাবমূর্তি রক্ষায় এখন এসব কথা বলা হচ্ছে।'