নিজস্ব সংবাদদাতাঃ ফের নৃশংস ঘটনা রাজধানীর বুকে। বেদম গণপ্রহারের জেরে মৃত্যু হল এক যুবকের। পাথর দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয়েছে। আরও একজন গুরুতর জখম। দিল্লির সঙ্গমবিহারের এই নৃশংস কাণ্ডের সিসিটিভি ফুটেজ ভাইরাল। তার ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রমজান আলি নামে এক ব্যক্তিকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চালাচ্ছেন তদন্তকারীরা। রাজধানীর বুকে এই ঘটনা ঘিরে ফের তুমুল সমালোচনা নানা মহলে।হামলার মুখে পড়া পঙ্কজ কুমার নামে এক ব্যক্তি জখম অবস্থায় পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করেন। গণপিটুনি ও ডাকাতির অভিযোগ দায়ের করা হয় প্রাথমিকভাবে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে আরেকজনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠায়। ততক্ষণে অবশ্য যতীন নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। পঙ্কজ জখম অবস্থায় AIIMS-এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। এরপর গণপিটুনিতে হত্যার অভিযোগে নতুন করে মামলা দায়ের করে পুলিশ।