নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন আতঙ্ক এখন গোটা বিশ্বের মাথাব্যাথা। ধীরে ধীরে ভারতেও থাবা বসাচ্ছে করোনার অতি বিপজ্জনক এই স্ট্রেনটি। ইতিমধ্যেই ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে সাড়ে তিনশোর গণ্ডি। ওমিক্রন আতঙ্ক নিয়ে গতকালই কেন্দ্রের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার নতুন স্ট্রেনের দাপট রুখতে কেন্দ্রের পুরনো টেস্টিং এবং ট্রাকিং নীতিতেই আস্থা রাখছেন মোদি। সেই সঙ্গে জোর দিতে বলছেন টিকাকরণেও। তাঁর পরামর্শ যত দ্রুত সম্ভব ওমিক্রন আক্রান্তদের শনাক্ত করে আইসোলেট করতে হবে। এবং তাঁদের কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫৮।