নিজস্ব সংবাদদাতাঃ চিনের শিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা৷ শিনজিয়াং প্রদেশে উইঘুরদের দিয়ে জোর করে কাজ করানোর বিষয়ে উদ্বেগের থেকেই আমেরিকার এই সিদ্ধান্ত৷ চিনের উইঘুর মুসলিম সংখ্যালঘুদের প্রতি বেজিংয়ের আচরণের বিরুদ্ধে সরব মার্কিন প্রশাসন। এর আগেও চিনা উইঘুরদের প্রতি জিনিপিং প্রশাসনের ‘অত্যাচার’কে গণহত্যা বলে চিহ্নিত করেছিল ওয়াশিংটন। এই পরিস্থিতিতে ‘উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট’ বেজিংকে পাঠানো বাইডেনের ‘বার্তা’।