দেউচা পাচামি নিয়ে বিস্ফোরক বিকাশরঞ্জন

author-image
Harmeet
New Update
দেউচা পাচামি নিয়ে বিস্ফোরক বিকাশরঞ্জন

নিজস্ব সংবাদদাতাঃ সিঙ্গুরের মতো জোর করে জমি অধিগ্রহণ করা হবে না, দেউচা পাচামি প্রকল্পের প্যাকেজ ঘোষণা করতে গিয়ে একথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই পাচামি এলাকায় খনি প্রকল্পের কাজে তত্‍পর হয়েছে প্রশাসন। পাচামি এলাকার আদিবাসীদেরও পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও জানিয়েছে রাজ্য সরকার। যদিও, অশান্তির অব্যাহতি নেই দেউচা পাচামিতে। সম্প্রতি, আদিবাসী মহিলাদের সঙ্গে পুলিশের ‘খণ্ডযুদ্ধ’-এর বিরুদ্ধে এবার সুর চড়ালেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। নিজের ফেসবুক পোস্টে বিকাশরঞ্জন লেখেন, “দেউচা পাচামিতে শুরু হল পুলিশি জুলুম। তৃণমূলের মিছিল সেভ ডেমোক্রেসির বিরুদ্ধে। আদিবাসী মানুষের পক্ষে নয়। আদিবাসী মানুষের জীবন জীবিকার নিশ্চয়তার পক্ষে দেওয়ানগঞ্জে সেভ ডেমোক্রেসির সভা ছিল শান্তিপূর্ণ। কোন পুলিশি উপস্থিতির প্রয়োজন পরেনি। আজ তৃণমূলের মিছিল ছিল সশস্ত্র পুলিশ পরিবেষ্টিত। এবং সেই পুলিশি সজ্জিত মিছিল শেষ পর্যন্ত মহিলাদের উপর আক্রমণ দিয়ে শেষ হল। তৃণমূলিদের মিছিল শান্তি নষ্ট করল। মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে আদিবাসী মহিলাদের আক্রমণ করলে সেভ ডেমোক্রেসি কেন, যে কোন মানবিক বোধ সম্পন্ন মানুষ প্রতিবাদ করতে বাধ্য।  চলবে প্রতিরোধ।”