নিজস্ব সংবাদদাতাঃ ৪০০ বছরের ইতিহাসে এই প্রথম। হুগলির ব্যান্ডেল চার্চে বড়দিন উপলক্ষে মধ্যরাতে প্রার্থনার সময়সূচি বদল। অন্যান্য বছর ২৪ ডিসেম্বর রাত ১২টার সময় প্রার্থনা হয়। তবে এবার রাত সাড়ে ১০টায় হবে প্রার্থনা। নাইট কারফিউ শিথিল হওয়া সত্ত্বেও কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্য সরকার ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাতের বিধিনিষেধ শিথিল করেছে। তা সত্ত্বেও কেন প্রার্থনার সময়সূচি বদল করা হল? ব্যান্ডেল চার্চের ফাদার জনি জানান, মধ্যরাতের এই প্রার্থনায় বিভিন্ন মানুষ অংশ নিতে পারবেন না। তবে যাঁরা খ্রিস্টধর্মাবলম্বী তাঁরা অংশ নেবেন। তাই তাঁদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত। কোভিড পরিস্থিতিতে সকলেই যাতে প্রার্থনা শেষে বাড়ি ফিরে যেতে পারেন, সে কারণে এই সিদ্ধান্ত বলেই জানান তিনি।