নিজস্ব সংবাদদাতাঃ এবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ট্রাভেল করার সময়ও আপনার প্রিয় পিৎজা অর্ডার করতে পারবেন! ডেলিভারিও পেয়ে যাবেন অর্ডার করার মাত্র কিছুক্ষণের মধ্যেই। অবাক হলেন? আসলে মহাকাশে ফুড ডেলিভারি সার্ভিস শুরু করেছে উবর ইটস (Uber Eats)। সংস্থার তরফ থেকে গত সপ্তাহে একটি টুইটের মাধ্যমে মহাকাশে ফুড ডেলিভারি সার্ভিসের ঘোষণা করা হয়েছিল। যদিও তাতে চিলি চিকেন, বিরিয়ানি বা রায়তার মতো সাধারণ খাবার-দাবার অর্ডার করা যাবে না। আসলে ড্রাইভার পাঠানোর পরিবর্তে উবর ইটস মহাকাশে তাঁদের প্রথম খাবারটি পাঠিয়েছে জাপানের উদ্যোগপতি ইউসাকু মায়েজাওয়ার মাধ্যমে। সোইউজ স্পেসক্রাফ্টে চড়ে আউটার স্পেসে ১২ দিনের মিশনে গিয়েছিলেন ইউসাকু। ব্রাউন পেপারে মোড়া উবর ইটস ব্যাগে করে রেডি টু ইট ক্যানড জাপানিজ ফুড ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (ISS) মহাকাশচারীদের কাছে পৌঁছে দেন।