নিজস্ব সংবাদদাতাঃ শুধুই জল আর স্থল নয়। প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণায় ভরে গিয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলও। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে তা ঢুকে পড়ছে অবলীলায়। মাউন্ট এভারেস্ট থেকে মারিয়ানা ট্রেঞ্চ। অথবা ফ্রান্সের সুউচ্চ মঁ ব্লাঁ পর্বতশৃঙ্গ থেকে পিরানিজ পর্বতমালার বায়ুমণ্ডলও ভরে গিয়েছে প্লাস্টিকে। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের একেবারে উপরের স্তরেও পৌঁছে গিয়েছে প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা। সাম্প্রতিক একটি গবেষণা বায়ুমণ্ডলে প্লাস্টিক দূষণের এই ভয়াবহ ছবি তুলে ধরেছে। গবেষণাটি চালিয়েছেন ফ্রান্সের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট (সিএনআরএস)-এর বিজ্ঞানীরা।