নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। ফলে ব্যাঙ্ক বেসরকারিকরণের জন্য জরুরি সংশোধনী বা ক্রিপ্টোকারেন্সি বিল, কোনওটাই এ দফায় পেশ করা গেল না। তবে সূত্রের খবর অনুযায়ী, অধ্যাদেশ জারি করে ওই দুই সিদ্ধান্তই কার্যকরের পথে হাঁটতে পারে সরকার। আর সেই সম্ভাবনা আঁচ করেই ব্যাঙ্কিং শিল্পের বিভিন্ন ইউনিয়ন বলছে, তাঁদের আন্দোলনে ভাটা পড়বে না।