সিভিসিকে ক্লিনচিট দিতে চলেছে বিসিসিআই

author-image
Harmeet
New Update
সিভিসিকে ক্লিনচিট দিতে চলেছে বিসিসিআই

নিজস্ব সংবাদদাতাঃ যে বিতর্ক এতদিন চলছে, তা মিটতে চলেছে। আইপিএলে টিম কেনা সিভিসি ক্যাপিটাল পার্টনার্সকে দু-একদিনের মধ্যে ছাড়পত্র দিতে চলেছে বিসিসিআই। মাসখানেক আগে আইপিএলে নতুন দুটো টিমের নিলাম করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। লখনওয়ের টিম সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা কেনার পাশাপাশি আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি কিনেছিল সিভিসি। কিন্তু ললিত মোদীর প্রাক্তন কর্তা দাবি তুলেছিলেন, জুয়ায় লগ্নি করে এমন সংস্থা কি করে আইপিএলে টিম কেনার সুযোগ পেল? তারপরই হইচই পড়ে যায়। নানা মহল থেকে অভিযোগ উঠতে শুরু করায় বোর্ড খতিয়ে দেখার জন্য তিন সদস্যের এক কমিটি তৈরি করে। তাঁরাই সব দিক দেখে সিভিসিকে সবুজ সঙ্কেত দিয়েছেন। বোর্ডের এক কর্তা বলছেন, ‘তিন সদস্যের এক আইনি কমিটি তৈরি করা হয়েছিল সব দিক খতিয়ে দেখার জন্য। তারা ক্লিনচিট দিয়েছে। দু-একদিনের মধ্যে ওদের চিঠি পাঠিয়ে জানিয়েও দেওয়া হবে বোর্ডের সিদ্ধান্ত।’