নিজস্ব সংবাদদাতাঃ আবারও বাঘের আতঙ্কে ঘুম ছুটেছে কুলতলির গ্রামবাসীদের। বৃহস্পতিবার সকালে সুন্দরবন এলাকাধীন কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনের চক এলাকায় জঙ্গল সংলগ্ন নদীর চড়ে পায়ের ছাপ দেখা যায়। তা নিয়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এদিন মৎসজীবী দুই মহিলা নদীতে কাঁকড়া ধরতে গিয়েই বাঘ দেখতে পান বলে দাবি করেনl ওই দুই মহিলা ‘বাঘ বাঘ’ বলে চিৎকার শুরু করেন। আশপাশ থেকে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। চিৎকার শুনে চলে আসেন অন্য মৎস্যজীবীরাও। নৌকার বৈঠা, লাঠি নিয়ে তাঁরা তেড়ে যান। তাঁদেরকে সুস্থভাবে উদ্ধার করে গ্রামে ফিরিয়ে আনা হয়েছে। এরপরই খবর দেওয়া হয় বন দফতরে। বন কর্মীরা গিয়ে ঘটনাস্থলে পায়ের ছাপ দেখেন। আপাতত বাঘটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।