কৃষক দিবস নিয়ে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
কৃষক দিবস নিয়ে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ ২৩ ডিসেম্বর দিনটিকে গোটা দেশজুড়ে জাতীয় কৃষক দিবস হিসেবে পালন করা হয়। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের স্মরণে ২৩ ডিসেম্বর দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় কৃষক দিবস । দেশের অর্থনীতিতে কৃষকদের অবদানের কথা স্মরণ করে এবং তাঁদের সম্মানে বার্ষিক এই উদযাপন হয়ে থাকে। আর এই দিনে বিশেষ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, 'আজ আমরা প্রত্যেক কৃষকের আত্মত্যাগের কথা স্মরণ করছি, যারা তাদের অধিকারের জন্য লড়াই করেছেন, আমরা তাদের আত্মাকে সম্মান জানাই এবং তাদের সাহসকে অভিবাদন জানাই। কিষাণ দিবসে আসুন আমরা অঙ্গীকার করি যে কেউ যেন কখনও ভারতের মেরুদণ্ডকে অসম্মান করতে না পারে।'