নিজস্ব সংবাদদাতাঃ আবাসনে অগ্নিদগ্ধ হয়ে পরিচারিকার মৃত্যু। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কৈখালি মন্ডলগাতীতে। সূত্রের খবর অনুযায়ী, মৃতের নাম সানা রানি পাল (৪৬)। ঘটনায় আপাতত বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বহুতল আবাসনের তৃতীয় তলায় পরিচারিকা রান্নার কাজ করছিলেন। সে সময় তাঁর দেহে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে। তাঁর দেহের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।