BREAKING : আজ রাতে অনেকের ঘুম উড়ে যাবে ! হঠাৎ কেন একথা বললেন মোদি ?
BREAKING : মানুষের মনে আঘাত দিয়েছেন দিলীপ ! গর্জে উঠলেন জগন্নাথ সরকার
পাক সরকার জঙ্গিদের মদত দেয়! এবার স্বীকার করে নিল বিলাওয়াল ভুট্টো
সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার পুনর্গঠন করছে NIA! কী তথ্য সামনে আসছে জেনে নিন
প্রত্যাঘাতের জন্য কোন পথে ভারত! শাহজাহানপুরের বিমান ঘাঁটিতে নামছে একের পর এক যুদ্ধ বিমান
জঙ্গিদের প্রতি মুহূর্তের খবর দিত ১০ জন স্থানীয় বাসিন্দা! NIA-এর ব়্যাডারে কারা
কোথায় লুকিয়ে রাখা ছিল অস্ত্র! এনআইএ-এর রিপোর্টে চাঞ্লক্যকর তথ্য
ফের রাজ্যে হিন্দু কর্মী খুন! এবার গর্জে উঠল বিজেপি

বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন সায়ন্তন বসু

author-image
Harmeet
New Update
বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন সায়ন্তন বসু

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও সম্পাদক সঙ্ঘমিত্রা চৌধুরীর নাম নেই। রাতেই ঘটে আরও একটি কাকতালীয় ঘটনা। বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন রাজ্য কমিটির তালিকা ঢোকা মাত্রই সায়ন্তন বসু সেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান। বিজেপি সূত্রে তেমনটাই খবর। যদিও এবিষয়ে সায়ন্তন বসুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, রাজ্য কমিটির নতুন তালিকা প্রকাশিত হওয়ার পর একটি টুইট করেন সায়ন্তন বসু। তিনি লেখেন, “আমি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের প্রতি আমি কৃতজ্ঞ। শেষ ছ’বছর ধরে আমি দলের প্রতি যে দায়িত্ব পালন করেছি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আশা করছি, আগামী দিনে নতুন টিম দলকে নতুন জায়গায় পৌঁছে দেবে।”