নিজস্ব সংবাদদাতাঃ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের ফোন ট্যাপিং-র তত্ত্বকে সমর্থন করতে গিয়েই কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী সাংবাদিকদের সামনে দাবি করেছিলেন, সরকার তাঁর সন্তানদের ইন্সটাগ্রাম হ্যাক করে আড়ি পাতা ও নজরদারি করার চেষ্টা করছে। প্রিয়ঙ্কা অভিযোগ করে ভুলে গেলেও, ভোলেনি কেন্দ্র। সেই কারণেই বুধবার তদন্তের নির্দেশ দিয়েছিল তথ্য প্রযুক্তি মন্ত্রক। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রিয়ঙ্কা গান্ধীর সন্তানদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়নি। তথ্য প্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী তাঁর সন্তানদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি জানালেও, প্রাথমিক তদন্তে অ্যাকাউন্টে সন্দেহজনক কোনও গতিবিধি নজরে পড়েনি। বিগত এক মাসের মধ্যে ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও সন্দেহজনক পোস্টও করা হয়নি। তাহলে কীভাবে প্রিয়ঙ্কা বুঝলেন ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকের মতে, কেবল সরকারের উপর দোষ চাপাতেই মিথ্যা অভিযোগ এনেছেন প্রিয়ঙ্কা।