দ্বিগ্বীজয় মাহালীঃ ১৯ তম সাঁওতালী ভাষা দিবস পালিত হল পশ্চিম মেদিনীপুর জেলার সর্বত্র। বুধবার মেদিনীপুর সদর ব্লকের মালবাঁধিতে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক জুন মালিয়া সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পাশাপাশি কেশিয়াড়ী ব্লক আদিবাসী সম্প্রদায়ের ব্যাবস্থাপনায় কেশিয়াড়ী রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। বর্নাঢ্য শোভাযাত্রা রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে কেশিয়াড়ী বাজার পরিক্রমা করে। ভারতের জাতীয় পতাকা ও সাঁওতালী ভাষা দিবসের পতাকা উত্তোলন করেন এলাকার বিধায়ক পরেশ মুর্ম্মু। সিধু কানু ও পন্ডিত রঘুনাথ মুর্ম্মুর ছবিতে মাল্যদান করেন। ২০০৩ সালের ২২ শে ডিসেম্বর দিনটি আদিবাসী মানুষের কাছে বিশেষ স্মরণীয় দিন। এই দিনেই অষ্টম তপশিলীতে অন্তর্ভুক্ত হয়ে সাঁওতালি ভাষা মর্যাদা পায়। তাই দিনটি আদিবাসী বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অলচিকিতে পঠন পাঠনের জন্য শিক্ষক নিয়োগের কথা জানিয়েছেন বলে জানান বিধায়ক। তিনি বলেন, সরকারীভাবে ২০০ টি বিদ্যালয় গড়ার প্রস্তুতি চলছে। আদিবাসী সংগঠনের দাবি, সাঁওতালী মাধ্যম স্কুলগুলিতে পরিকাঠামোর উন্নয়ন সহ শিক্ষক নিয়োগের।