নতুন গ্রেডে খুশি নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

author-image
Harmeet
New Update
নতুন গ্রেডে খুশি নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

দ্বিগ্বীজয় মাহালীঃ এর আগে ন্যাকের মূল্যায়নে 'বি' গ্রেড পেয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এবার 'বি ডবল প্লাস'-এর মর্যাদা পেল। তবে এতে খুশি নন কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে ন্যাকের একটি দল। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এবার 2.79 পয়েন্ট পেয়ে 'বি ডবল প্লাস' ক্যাটাগরিতে আছে তারা। আগেও 'বি' গ্রেডে ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আগের থেকে মূল্যায়ন পদ্ধতি আরো কঠিন হয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। তিনি বলেন, ফলাফল সন্তোষজনক। আশা করছি পরের বার যখন মূল্যায়ন হবে তখন সার্বিকভাবে আমরা 'এ' গ্রেড পাব।