আবারও জয়ের মুখ দেখল কৃষ্ণরা; কী বললেন নতুন কোচ?

author-image
Harmeet
New Update
আবারও জয়ের মুখ দেখল কৃষ্ণরা; কী বললেন নতুন কোচ?



নিজস্ব সংবাদদাতাঃ ৩-২ গোলে নর্থ ইস্টকে নাজেহাল করে দিয়েছিল গতকাল মোহনবাগান। নতুন জুয়ান-এর হাত ধরে আবারও জয়ে ফিরল সবুজ-মেরুন বাহিনী। এই বিষয়ে জুয়ান বলেন, "আমি আক্রমণাত্মক ফুটবল খেলাতে পছন্দ করি। দলকে সেটাই বলেছিলাম। ওরা সে ভাবেই খেলার চেষ্টা করেছে। দলের স্পিরিট খুব ভাল। যত দিন যাবে খেলা তত ভাল হবে। ভবিষ্যতে দেখতে পাবেন এই দল কতটা ভাল ফুটবল খেলছে।"