হলদিয়া রিফাইনারি কারখানা পরিদর্শনে সাংবাদিকদের মুখোমুখি সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র

author-image
Harmeet
New Update
হলদিয়া রিফাইনারি কারখানা পরিদর্শনে সাংবাদিকদের মুখোমুখি সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র

নিজস্ব প্রতিনিধি, হলদিয়াঃ হলদিয়া রিফাইনারি অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র পরিদর্শনে গেলেন। তার আগেই কারখানার গেটের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠন বিক্ষোভে ফেটে পড়ে । স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃত্ব কে নিয়ে আলোচনায় বসেন। হলদিয়া রিফাইনারি কারখানার ভেতরে ঢোকেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা তাপস কুমার মাইতি । আইওসিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘক্ষণ আলোচনার পরে কারখানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, আইওসিএল এর অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পরিবারকে কারখানা কর্তৃপক্ষ ৫ লক্ষ টাকা ও এজেন্সিকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন।
কলকাতা গ্রিন করিডোর করে ২২ জনকে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের দ্রুত কিভাবে চিকিৎসায় আরোগ্য আনা যায় সেই বিষয়ে নজর দেওয়ার জন্য জোর দেওয়া হয়েছে কারখানা কর্তৃপক্ষকে।
তিনজন মৃত ব্যক্তির মধ্যে একজন বিহারের এবং দুজন মহারাষ্ট্রের বলে জানা গেছে । অগ্নিদগ্ধ শ্রমিকদের মধ্যে বেশিরভাগই রাজ্যের বাইরের শ্রমিক বলে জানা গেছে।
দিল্লি থেকে এই ঘটনার তদন্তের জন্য ফরেনসিক টিম এসেছেন আইওসিএল কারখানায়।  ফরেনসিক টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানকার নমুনা পত্র সংগ্রহ করেছেন।আইওসিএল কারখানার ইডি করোনা আক্রান্ত থাকার জন্য বর্তমানে আইওসিএল কারখানার দায়িত্ব সামলাচ্ছেন কারখানার জিএম ।