নিজস্ব সংবাদদাতাঃ বাড়ছে ওমিক্রনের আতঙ্ক। রাজধানীতে তড়তড়িয়ে বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ। দিল্লিতে এখনও পর্যন্ত ৫৭ জনের শরীরে ওমিক্রনের খোঁজ পাওয়া গিয়েছে। দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লিতেই সংক্রমণ সর্বাধিক। এই পরিস্থিতিতে দিল্লিতে বড়দিন কিংবা বর্ষবরণের উৎসবে কড়াকড়ি করা হচ্ছে। বড়দিন হোক বা বর্ষবরণ, কোনও ক্ষেত্রেই ভিড় বা জমায়েত করা যাবে না। নিষিদ্ধ করা হয়েছে যে কোনও ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও। বুধবার দিল্লির বিপর্যয় মোকাবিলা পর্ষদের তরফে এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকদের এবং দিল্লি পুলিশকে এই নতুন নির্দেশিকা যাতে যথাযথভাবে মেনে চলা হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আধিকারিকদের আরও বলা হয়েছে, প্রতিদিনের রিপোর্ট জমা দিতে হবে। বিভিন্ন বণিক সভাগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন মাস্ক ছাড়া কোনও গ্রাহককে প্রবেশ করতে না দেয়।