নিজস্ব সংবাদদাতাঃ বুধবার, তথ্য ও পরিসংখ্যানকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, যেসব পাকিস্তানি নাগরিকরা ভারতের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছিলেন, তাদের ৭০ শতাংশ আবেদনকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। সাংসদ আব্দুল ওয়াহাব সংসদে জানতে চেয়েছিলেন ভারতের নাগরিকত্ব চেয়ে কতজন আবেদন করেছেন? সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ১৪ ডিসেম্বর ২০২১ অবধি ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদনের সংখ্যা ১০ হাজার ৬৩৫, এবং আবদেনকারীদের মধ্যে ৭ হাজার ৩০৬ পাকিস্তানি নাগরিক। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বকেয়া আবদেন গুলির মধ্যে, আফগানিস্তান থেকে ১ হাজার ১৫২ টি, রাষ্ট্রহীন ৪২৮ টি, শ্রীলঙ্কা ও আমেরিকা থেকে ২২৩ টি, নেপাল থেকে ১৮৯ টি, এবং বাংলাদেশ থেকে ১৬১ টি নাগরিকত্বের আবেদনপত্র কেন্দ্রের কাছে জমা রয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, চিন থেকেও ১০ জন ভারতের নাগরিক হওয়ার আবেদন জানিয়েছে।