বিপাকে মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী

author-image
Harmeet
New Update
বিপাকে মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী

নিজস্ব সংবাদদাতাঃ শুনানি চলাকালীন এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন আইনজীবী। আর তার জেরেই বিপাকে পড়েছেন তিনি। মাদ্রাজ হাইকোর্টের ওই আইনজীবীকে ওকালতি প্র্যাক্টিস করা থেকে সাসপেন্ড করা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এক মামলা চলছিল। অভিযোগ, সেই মামলার ভার্চুয়াল শুনানি চলাকালীন একজন মহিলার সঙ্গে “অশোভন” আচরণ করছিলেন ওই আইনজীবী। আইনজীবীর নাম আর ডি সান্ত্বনা কৃষ্ণন। তামিলনাড়ু এবং পুদুচেরি বার কাউন্সিলের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখানকার একজন আইনজীবী আর ডি সান্ত্বনা কৃষ্ণনের বিরুদ্ধে অশোভন আচরণের জন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভারতের কোনও আদালত, ট্রাইব্যুনাল এবং অন্য কোথাও তিনি নিজের নামে বা অন্য কোনও নামে ওকালতি প্র্যাক্টিস করতে পারবেন না। বিচারপতি পি এন প্রকাশ এবং বিচারপতি আর হেমলতা আইনজীবী সান্ত্বনা কৃষ্ণনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করেছেন। পুলিশের সিবি-সিআইডি শাখাকে ইতিমধ্যেই একটি মামলা নথিভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন তাঁরা। এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ২৩ ডিসেম্বর একটি রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।