কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর স্বাস্থ্য নিয়ে সিবিআইকে রিপোর্ট দিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ

author-image
Harmeet
New Update
কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর স্বাস্থ্য নিয়ে সিবিআইকে রিপোর্ট দিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদদাতাঃ কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর স্বাস্থ্য নিয়ে সিবিআইকে রিপোর্ট দিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই রিপোর্টে জানানো হয়েছে, বিকাশের লিভারে সমস্যা রয়েছে।  তার চিকিত্‍সা চলছে। সিবিআই বিকাশকে হেফাজতে পেলেও হাতে পায়নি। অসুস্থতার কারণে বিকাশ ভর্তি এসএসকেএম হাসপাতালে। বিকাশের কী ধরনের অসুস্থতা, তাঁর কী চিকিত্‍সা চলছে তা জানতে চেয়ে আসানসোল জেল কর্তৃপক্ষ, আসানসোল জেলা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এসএসকেএম কর্তৃপক্ষকে কয়েকদিন আগে চিঠি দেয় সিবিআই।