নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের নতুন মরসুমে দুটো নতুন দল খেলবে। তার মধ্যে রয়েছে লখনউ এবং আমদাবাদ। আইপিএলের নিলামের আগেই ধাপে ধাপে বেশ খানিকটা কাজ সেরে নিচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার টিম। জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ করেছে লখনউ। পাশাপাশি গৌতম গম্ভীরকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করেছে তারা। এবার লখনউ ফ্র্যাঞ্চাইজি সহকারী কোচের দায়িত্বে নিযুক্ত করে ফেলল, ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার বিজয় দাহিয়াকে। লখনউ এ যোগ দেওয়ার পর তিনি বলেছেন, “লখনউ আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি আনন্দিত এবং কৃতজ্ঞ।”