নিজস্ব সংবাদদাতাঃ টি-২০ বিশ্বকাপের পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর পাঁচটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন বাবর আজম। ফলে তাঁকে ছিটকে যেতে হয় বিশ্বব়্যাঙ্কিং শীর্ষ স্থান থেকে। তবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলে পাক দলনায়ক পুনরায় ফিরে এলেন শীর্ষস্থানে। যদিও এবার আর এককভাবে নয়, বরং ইংল্যান্ডের ডেভিড মালানের সঙ্গে যুগ্মভাবে সিংহাসন ভাগ করে নেন বাবর। আইসিসির শেষ ব়্যাঙ্কিং তালিকায় মালানের কাছেই মুকুট খোয়াতে হয়েছিল বাবরকে। মালান ও বাবর, উভয়ের সংগ্রহে রয়েছে ৮০৫ রেটিং পয়েন্ট। একা বাবরই নন, বরং ব্যক্তিগত টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন অপর পাক ওপেনার মহম্মদ রিজওয়ানও। তিনি সাম্প্রতিক টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় ১ ধাপ উঠে এসে তিন নম্বরে অবস্থান করছেন। আগের মতোই পাঁচ নম্বরে রয়েছেন ভারতের লোকেশ রাহুল। ১১ ও ১২ নম্বরে রয়েছেন দুই ভারতীয় তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা।