নিজস্ব সংবাদদাতাঃ এক দিকে বাজারে কাঁচা পাটের দাম আরও বাড়ানোর দাবি জানাচ্ছেন চটকল মালিকেরা। অন্য দিকে পাটপণ্য প্রস্তুতকারক ছোট-মাঝারি সংস্থাগুলি বলছে, ইতিমধ্যে দাম যা বেড়েছে, তাতে রফতানির জন্য পাটজাত পণ্যের কাঁচামাল জোগাড়ে সমস্যায় পড়ছে তারা। ফলে পণ্যের দাম বাড়াতে রফতানির বাজার হারাতে হচ্ছে তাদের। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই কথা জুট কমিশনারের দফতর এবং কেন্দ্রকেও জানিয়েছে সংস্থাগুলি।